আন্তর্জাতিক সংবাদ

0

আফগানিস্তানে ৮৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত
লোকসমাজ ডেস্ক॥ আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিবিসি জানায়, সোমবার স্থানীয় সময় দুপুর একটা ১০ মিনিটে রাজধানী কাবুলের দক্ষিণ-পশ্চিমে গজনি প্রদেশের দেহ ইয়াক জেলায় বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় গণমাধ্যমকে প্রাদেশিক সরকারের এক মুখপাত্র জানায়, যান্ত্রিক ত্র“টির কারণে বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ৮৩ জন যাত্রী ছিল বলে ডেইলি মেইল জানিয়েছে। শুরুতে বিমানটি আফগানিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা আরিয়ানা এয়ারলাইন্সের বলে জানানো হলেও পরবর্তীতে তা অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী মিরওয়াইস মির্যাকওয়াল।

কলকাতায় করোনাভাইরাস ‘আক্রান্ত’ নারী
লোকসমাজ ডেস্ক॥ ভারতের কলকাতায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে সেখানকার বেলেঘাটার আইডিতে ভর্তি করা হয়। তিনি একজন চিনা নাগরিক। তার নাম জো হুয়ামিন। সম্প্রতি চিন থেকে কলকাতায় এসেছেন ২৮ বছরের ওই তরুণী। আপাতত তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ জানা যায়, তিনি মাথা ব্যথাসহ নানা শারীরিক সমস্যা নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তার দেহে করোনাভাইরাস সংক্রমণের সন্দেহে তাকে বেলেঘাটা আইডিতে স্থানাস্থরিত করা হয়। জানা গেছে, ওই নারী ছয় মাস আগে দেশ ভ্রমণে বেরিয়েছিলেন। নামিবিয়া, মরিশাস, মাদাগাস্কার হয়ে ভারতে আসেন ২৪ জানুয়ারি ৷ এর আগে ভারতের বিহারের ছাপরায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে এক তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়। শান্তিনগরের বাসিন্দা ২৯ বছরের তরুণী চীনে নিউরো-সায়েন্স নিয়ে পিএইচডি করছিলেন। ২২ জানুয়ারি বাড়ি ফেরার পর জ্বর আসে তার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে প্রথমে সারান সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয় তাকে। পরে নিয়ে যাওয়া হয় পটনা মেডিকেলে। রাজস্থানেও এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে। এমবিবিএস করতে চীন যান তিনি। তাকে আপাতত আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার রক্তের নমুনা পাঠানো হয়েছে পুনেতে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, চীনে কোনো ভারতীয় করোনাভাইরাসে আক্রান্ত হননি।

বাগদাদে মার্কিন দূতাবাসে ‘সরাসরি আঘাত হেনেছে’ ৩ রকেট
লোকসমাজ ডেস্ক॥ ইরাকের বাগদাদের অত্যন্ত সুরক্ষিত ‘গ্রিন জোন’ এলাকায় মার্কিন দূতাবাসে রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে রকেট সরাসরি দূতাবাসে আঘাত হেনেছে কিনা এনিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। রবিবার সন্ধ্যায় চালানো এই হামলায় কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে মার্কিন জয়েন্ট অপারেশন কমান্ড। এক বিবৃতিতে তারা জানিয়েছে, পাঁচটি রকেট ইরাকি রাজধানীতে দূতাবাসের নিকটবর্তী নদীতীরে আঘাত হেনেছে। কেউ হতাহত হয়নি। তবে নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, তিনটি রকেট ‘সরাসরি মার্কিন দূতাবাসে আঘাত হেনেছে’। ডিনারের সময় একটি রকেট ক্যাফেটেরিয়ায় গিয়ে পড়ে। আলজাজিরা জানায়, চলতি মাসে এনিয়ে তৃতীয়বারের মতো মার্কিন দূতাবাসে রকেট হামলার ঘটনা ঘটেছে। তবে এই প্রথম দূতাবাস কমপ্লেক্স সরাসরি আক্রান্ত হয়েছে। তাৎক্ষণিক কোনো গ্র“প হামলার দায় স্বীকার করেনি। অবশ্য মার্কিন ড্রোন হামলায় বাগদাদে ইরানি কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সোলেইমানি নিহতের পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল ইরাকের শিয়া মিলিশিয়ারা। এদিকে তাৎক্ষণিক দেওয়া এক বিবৃতিতে ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি দূতাবাসে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, এটি একটি ‘আগ্রাসন’ যা ‘ইরাককে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে’। অন্যদিকে এক বিবৃতিতে দূতাবাসের নিরাপত্তা দিতে ইরাকের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, ‘কূটনৈতিক স্থাপনা সুরক্ষার বাধ্যবাধকতা পূরণে আমরা ইরাকি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’