গোল না করেও দুর্দান্ত নেইমার, ফাইনালে পিএসজি

0

লোকসমাজ ডেস্ক ॥ রেইমস বাধা পেরিয়ে ফরাসি লিগ কাপের ফাইনালে উঠেছে প্যারিস সেন্ত জার্মেই। লিগ ওয়ানে এবার দলটির কাছে দুবারই হেরে যায় তারা। গতকাল বুধবার নেইমার নৈপুণ্যে ৩-০ গোলে রেইমসকে উড়িয়ে দিয়েছে ৮ বারের চ্যাম্পিয়নরা। টানা ষষ্ঠ শিরোপার লক্ষ্যে নেমে গত মৌসুমের কোয়ার্টার ফাইনালে বিদায় নিয়েছিল পিএসজি। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা ট্রফি জেতা দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান নেইমারের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোল পাননি, তবে দুটি গোলে রেখেছেন দারুণ ভূমিকা।
গত দুটি ম্যাচে পিএসজিকে হারানো রেইমস এবার পাত্তা পায়নি। নবম মিনিটে নেইমারের কর্নারে হেড করে দলকে এগিয়ে দেন মারকুইনহোস। ম্যাচের আধঘণ্টা পেরোতেই নেইমারের ফ্রি কিক নিজেদের জালে জড়িয়ে দেন ঘিসলেইন কোনান। ৭১ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন মারকুইনহোস। তার বদলি নামা ট্যাঙ্গাই কোয়াসি করেন পিএসজির তৃতীয় গোল। মার্শাল মুনেতসি সরাসরি লাল কার্ড দেখার চার মিনিট পর ১০ জনের রেইমসের জালে বল জড়ায়। ৭৭ মিনিটে অ্যান্ডার হেরেরার শট পোস্টে লেগে ফিরলে জালে বল ঠেলে দেন কোয়াসি। সব ধরনের প্রতিযোগিতায় ফরাসি চ্যাম্পিয়নদের এটি ৪ হাজারতম গোল। আগামী ৪ এপ্রিল স্তাদে দে ফ্রান্সে পিএসজি ফাইনাল খেলবে সেমিফাইনালে লিঁলকে পেনাল্টিতে হারানা লিওঁর বিপক্ষে।