খুলনা যশোর বেনাপোল ও ঝিনাইদহের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদাদাতা ॥ খুলনা, যশোর, বেনাপোল, ঝিনাইদহের সাথে সারাদেশের রেল যোগাযোগ সাড়ে ৮ ঘণ্টা পর পুনরায় স্বাভাবিক হয়েছে। রবিবার ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশনের কাছে খুলনাগামী নকসীকাঁথা ট্রেন লাইনচ্যুত হয়। রাত ১টার দিকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে ইঞ্জিন ও মালবাহী একটি বগি উদ্ধারের পর সোমবার ভোর ৫টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ভোর থেকে আপ-ডাউনের সকল ট্রেন যাতায়াত করছে বলে সাফদারপুর স্টেশনমাস্টার ওলিয়ার রহমান জানিয়েছেন। রবিবার রাত সাড়ে ৮ টার দিকে গোয়ালন্দ থেকে ছেড়ে আসা খুলনাগামী নকসীকাঁথা ট্রেনটি সাফদারপুর রেলস্টেশন থেকে ছাড়ার পরপরই সিগন্যালের কাছাকাছি ট্রেনের ইঞ্জিন ও একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও খুলনা, যশোর, বেনাপোল, ঝিনাইদহের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে দু’পাশের শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন।