পিএসজির রক্ষণের দুর্বলতা দেখিয়ে দিলো মোনাকো

0

লোকসমাজ ডেস্ক ॥ লিগ ওয়ানে দু’বার এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। বলতে গেলে তাদের রক্ষণের দুর্বলতা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মোনাকো। রোমাঞ্চকর ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে। পিএসজির হয়ে তৃতীয় মিনিটেই প্রথম গোলটি করেছিলেন নেইমার। শুরুর এই অগ্রগামিতা তারা ধরে রাখতে পারেনি। উল্টো নতুন কোচ রবের্ত মোরেনোর অধীনে প্রথম ম্যাচ খেলতে নেমে পিএসজিকে কাঁপিয়েই দিয়েছিল মোনাকো। জেলসন মার্টিনস (৭ মিনিট) ও বেন ইয়েদেরের (১৩ মিনিট) গোলে স্কোর ২-১ করে ফেলে তারা। পিএসজির সৌভাগ্য ২৪ মিনিটে মোনাকোর আত্মঘাতী গোলে সমতায় ফেরে তারা। এই গোলটি না হলে পরে হয়তো হারই দেখতে হতো! ৪২ মিনিটে নেইমারের পেনাল্টি থেকে গোল পেয়ে আবার এগিয়ে গিয়েছিল পিএসজি, স্কোর (৩-২)। কিন্তু বিরতির পর এই স্কোর লাইনও তারা ধরে রাখতে পারেনি। ৭০ মিনিটে ইসলাম স্লিমানির গোলে ৩-৩ এ ড্র করে মাঠ ছাড়ে তারা। আগের ৬ ম্যাচ জেতা পিএসজি ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই। এক ম্যাচ বেশি খেলা মার্সেই ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে। ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে মোনাকো।