আজ চৌগাছা রিপোর্টার্স কাবের দ্বি-বার্ষিক নির্বাচন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা রিপোর্টার্স কাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হবে। প্রেসকাব কার্যালয়ের হলরুমে সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে বেলা ২ টা পর্যন্ত। নির্বাচন উপলে ইতোমধ্যে প্রেসকাবের সামনে নির্মিত হয়েছে মনোমুগ্ধকর তোরণ। আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে ভোট কেন্দ্র এলাকা। নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার প্রেসকাবের সভাপতি আলমগীর মতিন চৌধুরী জানান, রিপোর্টার্স কাবের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেভাবে সম্পন্ন করার ল্েয সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়ে রিপোর্টার্স কাবে আগামী দুই বছরের জন্য নেতা নির্বাচিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।