সেলফি ক্যামেরা যখন কি-বোর্ড

    0

    লোকসমাজ ডেস্ক॥ স্যামসাংয়ের নয়া ফিচার, সেলফি ক্যামেরা অন করেই টাইপ করা যাবে!এই পদ্ধতিতে কোয়ার্টি কি-বোর্ডের লে আউটই কাজ করবে। কিন্তু পৃথকভাবে কোনো হার্ডওয়ার অর্থাৎ আলাদা কোনো ডিভাইসের প্রয়োজন হবে না।
    এমনই অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসছে স্যামসাং। সি-ল্যাব ইনসাইড শো’তে স্যামসাং তাদের এই প্রোজেক্ট প্রকাশ্যে নিয়ে এসেছে। যেখানে কাজ করবে মূলত আর্টিফিসিয়াল ইঞ্জিন।
    স্যামসাং এর সি-ল্যাব এমন একটা ভাবনা যেখানে কর্মীরা কোম্পানির প্রোজেক্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। সম্প্রতি সেলফি-টাইপকে সামনে নিয়ে এসেছে স্যামসাং। ইউজাররা ফোনের সেলফি ক্যামেরা অন করেই যাবতীয় টাইপ করতে পারবে, তার জন্য প্রয়োজন হবে না কি-বোর্ডের।