এসপিই যবিপ্রবি স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

0

লোকসমাজ ডেস্ক ॥ সমাজের অনগ্রসর ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সোসাইটি অব পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্সের (এসপিই) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (যবিপ্রবি) স্টুডেন্ট চ্যাপ্টার। বিশ^বিদ্যালয়ের সন্নিকটে সলুয়া বাজার এলাকায় শনিবার বিকেলে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। এ উপস্থিত ছিলেন যবিপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিইমই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ, প্রভাষক মেহেদী হাসান, এসপিই যবিপ্রবি স্টুডেন্ট চ্যাপ্টারের সভাপতি শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক তানজিলা হাসান মৌরি প্রমুখ। আয়োজকরা জানান, সোসাইটি অব পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার্সের কতিপয় দাতা সদস্যের অর্থায়নে ৬০ জন অনগ্রসর ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মকাণ্ড সম্পন্নের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।