চীনের প্রাকৃতিক গ্যাস ব্যবহারে প্রবৃদ্ধি কমেছে

0

লোকসমাজ ডেস্ক॥ নভেম্বরে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার আগের বছরের তুলনায় বাড়িয়েছে চীন। বিদায়ী বছরের প্রথম ১১ মাসের (জানুয়ারি-নভেম্বর) সম্মিলিত ব্যবহারও বেড়েছে। তবে জ্বালানিটি ব্যবহারে দেশটির প্রবৃদ্ধি গত বছরের তুলনায় শ্লথগতিতে এগিয়েছে। চীনের ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস।
এনডিআরসির তথ্য অনুযায়ী, গত বছরের প্রথম ১১ মাসে চীনে প্রাকৃতিক গ্যাসের সম্মিলিত ব্যবহার দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৫০ কোটি ঘনমিটারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি। যদিও ২০১৮ সালের একই সময়ে এ খাতে দেশটির প্রবৃদ্ধি ছিল ১৮ দশমিক ২ শতাংশ।
এদিকে বিদায়ী বছরের নভেম্বরে দেশটিতে জ্বালানিটির অভ্যন্তরীণ ব্যবহার দাঁড়িয়েছে ২ হাজার ৭২২ কোটি ঘনমিটারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেশি। ২০১৮ সালে একই সময়ে এ খাতে চীনের প্রবৃদ্ধি ছিল ২০ দশমিক ৩ শতাংশ।
সব মিলিয়ে ২০১৯ সালে দেশটিতে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়েছে। মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধের জেরে চীনের অর্থনৈতিক শ্লথগতি এর পেছনে প্রভাবক হিসেবে কাজ করেছে। এছাড়া গত বছর পরিবেশ ইস্যুতে সরকার অপেক্ষাকৃত নমনীয় অবস্থানে থাকায় এ সময় দেশটিতে জ্বালানি পণ্যটির ব্যবহারে প্রবৃদ্ধি কমেছে।
অক্টোবরে জাতীয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটি থাকায় শিল্পকারখানার কার্যক্রম স্থগিত হয়ে জ্বালানিটির আমদানি ও ব্যবহার কমে আসে। পরে এসব খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কার্যক্রমে ফেরায় নভেম্বরে এ খাতে চাঙ্গা ভাব ফিরেছে। এছাড়া শীতকালে দেশটিতে জ্বালানির চাহিদা বৃদ্ধিও ব্যবহার বাড়াতে প্রভাব ফেলেছে।