চৌগাছায় আ.লীগের দু গ্র“পের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ জখম ২

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছায় আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ দুজন জখম হয়েছেন। আহতদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পৌর এলাকার চানপুর-মনমতপুর মোড়ে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির আলামত উদ্ধার করেছে। তবে কাউকে আটক করতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় পৌর এলাকার চানপুর-মনমতপুর মোড়ে আওয়ামী লীগের দু গ্র“প সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে চানপুর গ্রামের আতর আলীর ছেলে লোকমান হোসেন (৩০) মারাত্মক আহত হন। লোকমান হোসেন উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমানের অনুসারী। এ সময় মনমতপুর গ্রামের আলী হোসেনের ছেলে রাসেল হোসেনকে (২৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তার হাতের আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেলের অনুসারী বলে জানান স্থানীয়রা। এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে দ্রুত চৌগাছা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে স্থানান্তর করেন। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীন দলের দুই গ্রুপের সন্ত্রাসীরা থেমে থেমে চানপুর-মনমতপুর মোড়ে মহড়া দেয়। মাঝে মধ্যে সেখানে ফাকা গুলি বর্ষণের ঘটনাও ঘটে। শনিবার এমনই একটি ঘটনার সূত্রপাত হলে উভয় পক্ষ সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে বলে তিনি জানান।