ছুটি শেষে আবার জাগছে ইউরোপিয়ান লিগগুলো

0

লোকসমাজ ডেস্ক ॥ বড়দিন ও নতুন বছরের ছুটিতে বন্ধ থাকে ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ লিগগুলো। ব্যতিক্রম শুধু ইংল্যান্ড। ঐতিহ্য মেনে বক্সিং ডে ও বছরের প্রথম দিনে মাঠে গড়ায় প্রিমিয়ার লিগ। গত দুই সপ্তাহ তাদের সৌজন্যেই জেগে ছিল ইউরোপিয়ান ফুটবল। তবে শীতকালীন বিরতি শেষে ‍আবারও জমে উঠছে লিগগুলো। শুক্রবার রাত থেকেই যেমন ‍শুরু হয়ে গেছে লা লিগা। বিরতির পর নতুন বছর শুরুর অপেক্ষায় স্প্যানিশ, ইতালিয়ান ও ফরাসি লিগ। স্পেনের লা লিগা আজ রাত থেকে শুরু হলেও তিন পরাশক্তি- বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ নামবে শনিবার। বার্সেলোনা ২০১৯ সাল শেষ করেছে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। সেটা ধরে রাখতে ২০২০ সাল শুরু করবে কাতালান ডার্বি দিয়ে। বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ২টায় নগর প্রতিপক্ষ এসপানিওলের মাঠে নামবেন লিওনেল মেসিরা।
তার আগেই অবশ্য শীর্ষে ফেরার সুযোগ থাকছে রিয়ালের। অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে বছরের শেষ ম্যাচ ড্র করায় বার্সেলোনার চেয়ে ২ পয়েন্টে পিছিয়ে পড়েছে তারা। তবে শনিবার গেতাফের মাঠে গিয়ে ব্যবধান ঘোচানোর সুযোগ থাকছে ‘লস ব্লাঙ্কোদের’। কেননা বার্সেলোনার মাঠে নামার আগেই বাংলাদেশ সময় রাত ৯ টায় খেলবে রিয়াল। চতুর্থ স্থানে থাকা আতলেতিকোও বছরের প্রথম ম্যাচ খেলবে শনিবার। ঘরের মাঠে তারা মুখোমুখি হবে লেভান্তের। মাদ্রিদের ‘ছোটদের’ টপকে তৃতীয় স্থানে থাকা সেভিয়া শুক্রবার রাতেই ঘরের মাঠে দাঁড়াবে বিলবাওয়ের সামনে।
এ সপ্তাহান্তে প্রিমিয়ার লিগ নেই। ইংলিশ ক্লাবগুলো নামবে এফএ কাপের মিশনে। শনিবার শিরোপা ধরে রাখার অভিযাত্রায় ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ চতুর্থ বিভাগের দল পোর্ট ভ্যালি। ম্যানচেস্টার ইউনাইটেড খেলতে যাবে প্রিমিয়ার লিগ প্রতিপক্ষ উলভারহ্যাম্পটনের মাঠে।
জার্মানির বুন্দেসলিগা আবার মাঠে গড়াবে ১৮ জানুয়ারি থেকে। ফরাসি লিগ ওয়ান শুরু হবে আরও এক সপ্তাহ পর। তবে ফ্রান্সের ঘরোয়া ফুটবল জমে উঠছে ফরাসি কাপ দিয়ে। শনিবার মাঠে নামবে লিওঁ, নতেঁ ও স্তাদে রেনের মতো দলগুলো। আর রবিবার শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে প্যারিস সেন্ত জার্মেই। রবিবার শুরু হবে সিরি ‘আ’। ইন্টার মিলান ও জুভেন্টাসের শীর্ষস্থানের লড়াই জমিয়ে দিয়েছে ইতালিয়ান লিগ। ১৭ ম্যাচ শেষে জুভেন্টাসের সমান ৪২ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে থেকে ২০১৯ সাল শেষ করেছে ইন্টার। নতুন বছরে তাদের টপকে নবম স্কুদেত্তো জেতাই হবে ‍জুভেদের লক্ষ্য। দুই দলই অবশ্য বছরের প্রথম ম্যাচ খেলবে সোমবার। ঘরের মাঠে জুভেন্টাস আতিথ্য দেবে চলতি মৌসুমে দারুণ খেলা ক্যালিয়ারিকে। ইন্টারের কাজ তো আরও কঠিন। আন্তোনিও কন্তের দল খেলতে যাবে নাপোলির মাঠে।