কেশবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৭ শতাধিক দরিদ্র রোগীকে সেবা প্রদান

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোর কেশবপুরের হেল্থ কেয়ার হসপিটাল মজিদপুর ইউনিয়ন পরিষদে ফ্রি মেডিকেল ক্যাম্প বসিয়ে হতদরিদ্র রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেছে। সোমবার সকাল নয়টায় মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। হেল্থ কেয়ার হসপিটালের সত্ত্বাধিকারী ও সাবেক সিভিল সার্জন ডা. জিকেএম শামসুজ্জামান ছাড়াও ডা. আনোয়ার হোসেন, ডা. গোলাম মুক্তাদির, ডা. জুয়েল ও ডা. গাজী খান আশরাফুজ্জামান ওই রোগীদের চিকিৎসা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন, ইউপি মেম্বার আব্দুল লতিফ, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলী প্রমুখ। ডা. জিকেএম শামসুজ্জামান বলেন, এ ক্যাম্পের মাধ্যমে ৭ শতাধিক হতদরিদ্র রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ইতোপূর্বে ত্রিমোহিনী ও সাগরদাঁড়ি ইউনিয়নে দরিদ্রদের চিকিৎসা সেবাসহ ফ্রি ওষুধ প্রদান করা হয়। পর্যায়ক্রমে কেশবপুর উপজেলার ১৪৪ টি গ্রামে অন্তত একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে।