বাগেরহাটে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপির বিক্ষোভ সমাবেশ

0

বাগেরহাট সংবাদদাতা ॥ গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ করেছে বাগেরহাট জেলা বিএনপি। সোমবার শহরে জেলা বিএনপি কার্যালয়ে সবাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আলী রবি, জেলা কৃষক দলের সভাপতি আসাফুদৌলা জুয়েল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মোস্তফা রহমান মোজা, সেলিম ভুইয়া, শাহিন খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ প্রমুখ।
এদিকে একই দাবিতে বাগেরহাট শহরের হোটেল ক্যাসেল আশারা মিলনায়তনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা যুবদলের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন, বিএনপি নেতা ওয়াহিদুল ইসলাম পল্টু, শেখ জিল্লুর রহমান, নেওয়াজ মো. গোলাম রসুল, আহসান আহমেদ ঠান্ডা, মল্লিক মিজানুর রহমান মজনু প্রমুখ।