বাঘারপাড়া বিএনপি নেতা আতিয়ারের দাফন সম্পন্ন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া থানা বিএনপির সাবেক সহসভাপতি আতিয়ার রহমানের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদআসর বাঘারপাড়ার বাউলিয়া গ্রামে নামাজে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। জানাজায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
মরহুমের ভাই ধলগ্রাম গ্রামের বীরপ্রতীক কলেজের অধ্য মুস্তাক আহমেদ জানান, শনিবার সন্ধ্যা সাতটার দিকে বিএনপি নেতা আতিয়ার রহমান মৃত্যুবরণ করেন। ওইদিন বাদএশা শহরের বারান্দী মাঠপাড়ায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন। পরে তার লাশ গ্রামের বাড়ি বাঘারপাড়ার দোহাকুলা ইউনিয়নের বাউলিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। মরহুম আতিয়ার রহমান রাজনীতি করার পাশাপাশি ব্যবসার সাথে জড়িত ছিলেন। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে অবস্থিত বাঘারপাড়া ফার্মেসির স্বত্বাধিকারী ছিলেন।