বাগেরহাটে কৃষককদের চাষাবাদে প্রযুক্তির ব্যবহারের পরামর্শ

0

বাগেরহাট অফিস ॥ কৃষককে বাঁচাতে চাষাবাদে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। প্রযুক্তির ব্যবহারে কৃষকদের খরচ ও সময় বাঁচবে অনেক। যার ফলে কৃষকরা তাদের ফসল উৎপাদন করে লাভবান হতে পারবেন। কৃষি বিষয়ক নতুন নতুন উদ্ভাবনকে কাজে লাগাতে হবে। লাভজনক চাষাবাদে প্রযুক্তির কোন বিকল্প নেই। কৃষকরাই দেশের অর্থনীতিকে সচল রাখে। তাই সরকার প্রদত্ত সুযোগ সুবিধা প্রদানের ক্ষেত্রে কৃষকদের অগ্রাধিকার দিতে হবে। রবিবার দুপুরে বাগেরহাট শহরের ধানসিড়ি হোটেলে অনুষ্ঠিত ধানের লাভজনক মূল্য ও ক্ষুদ্র কৃষকের খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপ-পরিচালক অমিতাভ মন্ডল। গণবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ সইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্রিকের পরিচালক মাশরুর ইসলাম, খানি-খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের যুগ্ম সাধারণ সম্পাদক মেরিনা পারভীন, সাংবাদিক আরিফুল ইসলাম প্রমুখ।