যশোরের এনায়েতপুরে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

0

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের খাজুরার এনায়েতপুর যুব সংঘের আয়োজনে শনিবার অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। হাজার হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে গরুর গাড়ির দৌড় উপভোগ করেন। এতে যশোর, মাগুরা, ঝিনাইদহের প্রায় ১৫টি গরুর গাড়ি অংশ নেয়। এদিন সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত প্রতিযোগিতা চলে। দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার দর্শকে মাঠ কানায় কানায় ভরে ওঠে। স্থানীয় লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার বাহাউদ্দিন লস্কারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, ডা. কাজী আনিস আহম্মেদ, জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান মিন্টু। খেলা পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম ও জসিম উদ্দীন। সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেবুতলা ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন। এ সময় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন টগর, যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুর নাহার নাজমিন সোনালী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় যশোর সদরের ইছালী ফুলবাড়ির আব্দুল আওয়ালের গরুর গাড়ি প্রথম, বাঘারপাড়ার সুখদেবনগরের নজরুল মুন্সীর গরুর গাড়ি দ্বিতীয় ও সদরের আন্দোলপোতা গ্রামের মোজাম্মেলের গরুর গাড়ি তৃতীয় স্থান অধিকার করে।