আগের দিন শেষ, এখন মানুষকে সেবা দিতে চাই : পাইকগাছা ওসি

0

কপিলমুনি (খুলনা) সংবাদদাতা ॥ আগের দিন শেষ,এখন মানুষকে সেবা দিতে চাই। বর্তমান সরকার সব ধরনের দাবি আমাদের পূরণ করেছে, সাংবাদিকদেরকে বলেন খুলনার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল শেখ। তিনি অফিস ছেড়ে বাইরে টেবিল চেয়ার পেতে জনসেবা করে যাচ্ছেন। শনিবার সকালে প্রাতঃভ্রমণ শেষে তিনি অফিসে আসা সেবা গ্রহীতাদেরকে বলেন যে,আগে ভিখারিরা থানায় আসতে ভয় পেত। আর এখন তারা নিয়মিত পয়সা নিতে আসে। সেবা নিতে আসা কপিলমুনির অফুরোন বেগম বলেন থানা সম্পর্কে আগে শুনেছি,আর আজ দেখলাম অফিসার আমাকে প্রথমে একটা চকলেট,পরে মিষ্টি ও চা দিয়ে সমস্যা শুনলেন, বিশ্বাস হচ্ছিল না থানায় আসলাম কিনা। প্রতি দিন বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে ওসি ইমদাদুল শেখ বলেন, কোনো নেতা ও সাংবাদিকরা যেন অন্যায় আবদার না করেন। তিনি আইন শৃঙ্খলা ভাল রাখতে ইতোমধ্যে গোটা উপজেলার গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবসায়ী সুধী জনদের মাধ্যমে সিসি ক্যমেরা লাগানোর উদ্যোগ হাতে নিয়েছেন। আগামী জানুয়ারি মাসের মধ্যে ক্যমেরা লাগানোর কাজ শেষ করবেন বলে তিনি জানান।