বাঘারপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. আবু তাহের সিদ্দিকী (৫২) গুরুতর অসুস্থ হয়ে যশোর ইবনেসিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। গত বুধবার রাতে বাঘারপাড়ার মহিরণে নিজ বাসভবনে আবু তাহের সিদ্দিকী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ভোরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার কোন উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে যশোর করোনারী কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ভর্তির পর দেখা দেয় নানা সমস্যা। ইসিজি কিংবা অন্যান্য মেশিন নেই। ত্রুটিপূর্ণ উপকরণ দিয়ে তাকে ইজিজি করতে না পারায় স্বজনরা মেশিনের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দেন। এরপর তাকে ইজিজি করিয়ে চিকিৎসা দেয়া হয়। তার চিকিৎসার জন্যে আইসিইউ প্রয়োজন হয়ে পড়ে। যশোর ২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ না থাকার কারণে সকাল ১০টার দিকে যশোর ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ইবনেসিনার ৮ম তলায় আইসিইউতে চিকিৎসাধীূন রয়েছে তিনি। চিকিৎসকগণ বলছেন, তার অবস্থা এতটাই খারাপ যে, ইকো কিংবা কিডনি পরীক্ষা ও ডায়ালাইসিস করা কষ্টকর। এমনকি, আরও উন্নত চিকিৎসার জন্যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করাও অসম্ভব হয়ে পড়েছে। তার দুটি কিডনিই ঝুঁকির মধ্যে রয়েছে। গতকাল তার কিডনির ডায়ালাইসিস করা হয়েছে। আবু তাহের যশোর সিএমএইচ এবং আর্মি মেডিকেল কলেজের এ্যানেসথেসিওলজি ও আইসিইউ বিভাগের প্রধান প্রফেসর ডা. নাইমুল হকের অধীনে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, আবু তাহেরের অসুস্থতার খবর পেয়ে কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বৃহস্পতিবার বিকেলে তাকে দেখতে হাসপাতালে যান। তিনি তার পাশে দীর্ঘ সময় অবস্থান করেন চিকিৎসার খোঁজ-খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন। যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও তাকে দেখতে যান।