রাকসুতে ভিপি–এজিএস শিবিরের, জিএস সাবেক সমন্বয়ক

0

লোকসমাজ ডেস্ক ।। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) পদে জয়ের পথে ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ আর জিএস (সাধারণ সম্পাদক) পদে বিপুল ব্যবধানে জিততে যাচ্ছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার এবং এজিএস পদে ছাত্রশিবিরের সালমান সাব্বির।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭ টা পর্যন্ত এসব হলের ফল ঘোষণা করা হয়। কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই ফল ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের ঘোষিত ফলাফলে দেখা গেছে, ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ (ছাত্রশিবির) পেয়েছেন ১৩,১৫৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ নূর উদ্দীন আবীর (ছাত্রদল) ৩৮৯৮ ভোট, এবং তাসিন খান (সর্বজনীন শিক্ষার্থী সংসদ) ৩৪১ ভোট। জিএস পদে সালাহউদ্দিন আম্মার (আধিপত্যবিরোধী ঐক্য জোট) পেয়েছেন ১১,৬৮৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহিম রেজা (ছাত্রশিবির) ৫,৭৯৬ ভোট এবং নাফিউল জীবন (ছাত্রদল) ১৮ ভোট।

এছাড়াও এজিএস পদে সালমান সাব্বির (ছাত্রশিবির) পেয়েছেন ৭,৩৬৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিন বিশ্বাস এষা (ছাত্রদল) ৬,২৯৬ ভোট এবং সজিবুর রহমান (স্বতন্ত্র/ঐক্যজোট) ৫৪১ ভোট।