অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক ॥ জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। এরপর টানা তিন হারের তেঁতো স্বাদ পেয়েছে টাইগ্রেসরা। এবার টুর্নামেন্টের হট ফেভারিট অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশাখাপত্নমে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে অজিদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটি করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে নেই টাইগ্রেস পেসার মারুফা আক্তার। আগের ম্যাচে চোট পাওয়া নাহিদা আক্তারকেও রাখা হয়নি দলে। তাদের জায়গায় একাদশে এসেছেন অফ স্পিনার ফারিহা তৃষ্ণা এবং ১৭ বছর বয়সী পেসার নিশিতা আক্তার।

অন্যদিকে, অস্ট্রেলিয়াও দুটি পরিবর্তন এনেছে-দলে ফিরেছেন পেসার ডার্সি ব্রাউন এবং লেগ স্পিনার জর্জিয়া ওয়্যারহ্যাম।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা আক্তার, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নিশিতা আক্তার ও ফারিহা ইসলাম তৃষ্ণা।