ঝিনাইদহে নিখোঁজ দুই ব্যক্তির লাশ উদ্ধার

0

‎স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহের হরিণাকুন্ডু ও শৈলকুপায় পৃথক ঘটনায় নিখোঁজের পর দুই ব্যক্তির লাশ পাওয়া গেছে। এর মধ্যে মিলন হোসেন (১৯) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে নিখোঁজের পাঁচদিন পর। অন্যদিকে মসিউল আলম রজু (৭৫) নামে এক বৃদ্ধের লাশ মিলেছে পুকুরে। তিনি দুই দিন ধরে নিখোঁজ ছিলেন।

হরিণাকুণ্ডু থানার ওসি শহিদল ইসলাম হাওলাদার জানান, শনিবার বিকেলে উপজেলার ভায়না ইউনিয়নের লক্ষিপুর গ্রামের একটি হলুদ ক্ষেত থেকে গলিত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে।

‎ওসি আরো জানান, মিলন লক্ষিপুর গ্রামের চান্দা মিয়ার ছেলে ও তিনি মানসিক প্রতিবন্ধী। মাঝেমধ্যেই তিনি বাড়ি ছেড়ে চলে যেতেন। কিছুদিন পর আবার বাড়িতে ফিরে আসতেন। গত সোমবার বাড়ি থেকে বেরিয়ে মিলন আর বাড়ি ফেরেননি। শনিবার গ্রামের হলুদ ক্ষেতে তার লাশ পাওয়া যায়। ময়না তদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাবে না।

এদিকে শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা সতের মাইল এলাকার কানাপুকুর থেকে অর্ধগলিত অবস্থায় মসিউল আলম রজু নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি শৈলকুপার পদমদী গ্রামের বাসিন্দা।

ভাতিজা সুমন আহমেদ জানান, গত ৪ সেপ্টেম্বর বিকেল থেকে তার চাচা নিখোঁজ ছিলেন। সম্ভাব্য সব জায়গায় খোজাখুঁজি করে না পেয়ে শুক্রবার পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। শনিবার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে গ্রামবাসী।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানিয়েছেন, ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না এটি হত্যা, নাকি আত্মহত্যা।