বেনাপোল কাস্টমস হাউসে ৫ ঘন্টা কলমবিরতি

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ বেনাপোল কাস্টমস হাউসে গত তিন দিন ধরে চলছে কলমবিরতি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণের দাবিতে তৃতীয় দিনের মত কলমবিরতি পালন করেছেন বেনাপোল কাস্টমস হাউসের কর্মকর্তা-কর্মচারীরা।

এনবিআর সংস্থার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে তৃতীয় দিন বুধবার দুপুর ১২ টা থেকে ৫ টা পর্যন্ত কলমবিরতি পালন করেন কাস্টমস হাউসের সকল কর্মকর্তা-কর্মচারী। তবে বুধবার সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত কাস্টম হাউসের সকল কার্যক্রম চালু ছিল। এ ছাড়া আমদানি-রফতানি ও বেনাপোল ইমিগ্রেশনের সকল কার্যক্রম ও পাসপোর্ট যাত্রীসেবা স্বাভাবিক রয়েছে।

বেনাপোল কাস্টমস হাউস সূত্রে জানা যায়, গত সোমবার সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত, মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ও বুধবার বেলা ১২ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত গত ৩ দিন ধরে বেনাপোল কাস্টমস হাউসের কার্যক্রম বন্ধ করে কলমবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। বিরতির সময় কিছু কিছু কর্মকর্তা হাউসে থাকলেও তারা কোর শূল্কায়নের কাজ করছেন না। অনেককে কর্মস্থলে না এসে ঘুরে বেড়াতে দেখা গেছে।

জানা গেছে, এনবিআরের নির্দেশনায় তাদের দাবি আদায়ের জন্য কলমবিরতি পালনের সময় এনবিআর কাস্টমস হাউসের সকল সার্ভেয়ার ও নেটওয়ার্ক বন্ধ করে রাখছে। যে কারণে কলমবিরতির সময় বেনাপোল কাস্টমস হাউসে কোর সিঅ্যান্ডএফ তাদের পেপার এন্ট্রি করতে পারেনি। কলমবিরতির সময় শেষ হলে পুনরায় এনবিআর তাদের সার্ভেয়ার ও নেটওয়ার্ক চালু করছেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুজ্জামান মধু বলেন, গত ৩দিন ধরে বেনাপোল কাস্টমস হাউসে কলমবিরতির কারণে ব্যবসায়ীক অনেক জটিলতা সৃষ্টি হচ্ছে। অনেকে তাদের জরুরি পণ্যের শুল্কায়ন করতে পারছেন না।

তিনি বলেন, একদিকে কাস্টমসের দাবি মানার আন্দোলন, অন্যদিকে সরকারের রাজস্ব আহরণ বাধাগ্রস্ত হচ্ছে। এজন্য এনবিআর ও সরকার দ্রুত আলোচনা করে সমস্যার সমাধান না করলে আগামী অর্থ বছরের রাজস্ব আদায় পূরণে ঘাটতি দেখা দেবে বলে তিনি মনে করেন।