কলেজছাত্রী দোলা মণ্ডলের প্রেমিকের সন্ধান মিলেছে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের শহীদ সড়কের শিকদার টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে গত শুক্রবার রাতে কলেজছাত্রী দোলা মন্ডলের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় তার প্রেমিকের সন্ধান পেয়েছে দৈনিক লোকসমাজ।

অনুসন্ধানে জানা গেছে, বাঘারপাড়ার খাজুরা শহীদ সিরাজুদ্দিন ডিগ্রি কলেজের অনার্স (অর্থনীতি) তৃতীয় বর্ষের ছাত্র আশিক মাহমুদের সাথে দোলা মন্ডলের প্রেমজ সম্পর্ক ছিল। আশিকের মা নাজমা খাতুনও তাদের সম্পর্কের কথা নিশ্চিত করেছেন।

পুলিশ দোলার পরীক্ষা করে দেখতে পায় গত ১২ জুন দুপুর পৌনে ৩টার দিকে দোলার ড্রিম নামে সেভ করে রাখা একটি মোবাইল ফোন নম্বরের হোয়াটসঅ্যাপে চ্যাটে লেখা ছিলো, মৃত্যু ছাড়া আমার কোনো উপায় নেই। এছাড়া সেখানে একটি সিলিং ফ্যানের ছবি দিয়েছিলেন তিনি। এর সূত্র ধরে পুলিশ প্রাথমিকভাবে মনে করছে গত ১২ জুন প্রেমিকের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করার পরই আত্মহত্যা করেন দোলা।

ওই হোয়াইটস অ্যাপ নম্বরের সূত্র ধরে দৈনিক লোকসমাজ অনুসন্ধান চালিয়ে নাম ও পরিচয় উদঘাটন করেছে। গতকাল লোকসমাজ-এর প্রতিবেদকরা বাঘারপাড়ায় যান। বিকেল ৩টার দিকে উপজেলার দোহাকুলা পূর্ব পাড়ায় আশিক মাহমুদের বাড়িতে গিয়ে তার মা নাজমা খাতুনের সাথে কথা বলেন প্রতিবেদকরা।

নাজমা খাতুন জানান, একসময় তার ছেলের সাথে দোলা মন্ডলের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি ভিন্ন ধর্মের হওয়ায় তিনি তাদের সম্পর্ক মেনে নিতে পারেননি এবং দোলাকে নিষেধও করেছিলেন। এমনকি তিনি দোলা মন্ডলের মাকেও বিষয়টি জানিয়েছিলেন। দোলা মন্ডলের মা তাদের আশ্বস্ত করেছিলেন যে তিনি তার মেয়েকে সামলে নেবেন। নাজমা খাতুন আরও বলেন, মেয়েটি বারবার তার ছেলের মোবাইল ফোনে কল দিতো।

একই উপজেলার দেবখালি গ্রামে দোলা মন্ডলের বাড়িতে গিয়ে তার মৃত্যুর বিষয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করা হলেও শোকাহত কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। দোলা মন্ডলের কাকা পঙ্কজ মন্ডল বলেন, ‘এ বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না।’

অপমৃত্যু মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানা পুলিশের এসআই পায়েল কুণ্ডু জানিয়েছেন, তদন্ত কাজ অব্যাহত রয়েছে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

গত শুক্রবার রাতে যশোর শহরের শহীদ সড়কের মাইকপট্টির শিকদার টাওয়ারের ষষ্ঠতলার একটি ভাড়া ফ্ল্যাট থেকে বৈদ্যুতিক ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দোলা মন্ডলের লাশ উদ্ধার করে পুলিশ।