‘রান ফর যশোর ১.০’ম্যারাথন নতুন জীবনীশক্তি ছড়ালো তরুণ সমাজে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ইয়াভ ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার সকালে অনুষ্ঠিত হলো ‘রান ফর যশোর ১.০’ ম্যারাথন । সকাল ৭টায় টাউন হল মাঠ থেকে শুরু হয়ে দড়াটানা মোড়, প্যারিস রোড, সিভিল কোর্ট মোড়, মুজিব সড়ক, চাঁচড়া চেকপোস্ট ঘুরে আবার টাউন হল মাঠে শেষ হয় এই দৌড় প্রতিযোগিতা।

ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. আবুল কালাম আজাদ লিটু এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইয়াব ফাউন্ডেশনের রিজিওনাল হেড ইফতেখারুল হক শিশির, যুগ্ম-আহ্বায়ক মুক্তার আলী, নাসিম উদ্দিন খান এবং ইয়াভ ফাউন্ডেশনের চেয়ারম্যান রোহিত রায়।

প্রতিযোগিতায় মোট ১০ জনকে পুরস্কার দেওয়া হয়, যার মধ্যে নারী ক্যাটাগরিতে একজন এবং শিশু ক্যাটাগরিতে একজন রয়েছেন। দৌড়ে প্রথম প্রতিযোগী পাপ্পু মণ্ডল ৭টা ২৩ মিনিটে ফিনিশ লাইনে পৌঁছান। এরপর ৭টা ২৫ মিনিটে দ্বিতীয় হন আবাবিল এবং তৃতীয় স্থান অধিকার করেন রোকনুজ্জামান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এ আয়োজন তরুণ সমাজকে উৎসাহিত করবে একসাথে এগিয়ে যেতে, নিজেকে গড়তে এবং সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ যশোর শহরের মধ্যে এক নতুন জীবনীশক্তি ছড়িয়ে দেবে, যেখানে সকলে শারীরিক ও মানসিক সুস্থতার গুরুত্ব বুঝবে এবং সম্পর্কের বন্ধন জোরদার হবে।’

বক্তারা আরও বলেন, ‘এটি একটি স্বপ্নবান, সচেতন সমাজ গঠনের পথে সবাইকে এগিয়ে নেবে। এই ম্যারাথন শুধু পদক্ষেপ নয়, হবে পরিবর্তনের পদধ্বনি, যাতে যশোরবাসী কেবল অংশগ্রহণই নয়, বরং সংহতির শক্তিশালী এক বার্তা ছড়িয়ে দেবে সবার মাঝে।’

এই ম্যারাথনে স্কুল-কলেজের শিক্ষার্থী, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সকালের ম্যারাথন শেষে সন্ধ্যায় ‘কনসার্ট ফর অ্যান্টি ভায়োলেন্স ২.০’ অনুষ্ঠিত হয়।