দেশে আর কোন দিন দিনের ভোট রাতে হবে না

শৈলকুপায় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

0

স্টাফ রিপের্টার, ঝিনাইদহ॥ অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশে আর কোন দিন দিনের ভোট রাতে হবে না। আমরা দায়িত্ব নিয়েছি আপনাদের গোপন বুথ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যে। সেখানে গিয়ে আপনার ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন।

তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ও সৈয়দ মাহমুদ হোসেনদের মতো ব্যক্তিরা ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে ভোটের অধিকার হরণ নিশ্চিত করেছিলেন। তিনি বলেন, বিচারাঙ্গনে কোন মাফিয়া থাকবে না, কোন চক্রের সিন্ডিকেট থাকবে না।

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সপ্তাহব্যাপী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন বাজারে সভা, সমাবেশ, সেমিনার ও ব্যাংকার্স ফোরাম অব শৈলকুপার অনুষ্ঠানে বক্তৃতা দানকালে এ সব কথা বলেন।

তিনি ঈদুল আজহার ছুটিতে নিজ এলাকায় এসে শৈলকুপা উপজেলার তিন শতাধিক গ্রামের বিভিন্ন হাট- বাজার ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করে মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন।