নড়াইলে স্নাইপার রাইফেল উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ।। নড়াইলের কালিয়া পুরুলিয়া গ্রামের সোহান মোল্লা একটি স্নাইপার রাইফেল নিয়ে গ্রামে প্রভাব বিস্তার করছিলেন।

খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে আধুনিক ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে। তারা জানিয়েছে অস্ত্রটি অবৈধ।

৫ ঘণ্টা অভিযান চালিয়ে রোববার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সোহান মোল্লার ঘরের বিছানার নিচ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে। ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেলটি টেলিস্কোপ ও সাইলেন্সার সংযুক্ত।

সেনাবাহিনী জানিয়েছে, সোহান মোল্লা পালিয়েছেন। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সোহান মোল্লার বিরুদ্ধে কালিয়া থানায় একটি মামলা হয়েছে।