মনিরামপুরে প্রচন্ড দাবদাহে পাট ক্ষেতে দিন মজুরের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার ।। যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের দিন মজুর সোবহান গাজী বাড়ি ফেরা হলো না। প্রচন্ড দাবদাহে পাট ক্ষেতের মধ্যে নিভে গেল তার প্রাণ প্রদীপ। রোববার ( ৮ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে ঝাঁপা ইউনিয়নের ঝাঁপা গ্রামের একটি মাঠে পাটের ক্ষেতে সোবহান গাজীর মৃত্যু হয়। তিনি ঝাঁপা গ্রামের পশ্চিম পাড়ার প্রয়াত ফটিক গাজীর পুত্র।

দিন মজুর সোবহান গাজীর বড় ভাই গাজী আব্দুল আজিজ বলেন, রোববার সকালে তার ভাই ঝাঁপা গ্রামের বল্লভ খালির মাঠে প্রতিবেশী খলিলুর রহমানের পাট ক্ষেতে কাজ করতে যায়। বেলা ১১ টার কিছু সময় পর বাড়িতে তার অসুস্থতার খবর আসে। খবর পেয়ে তারা মাঠে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

গ্রাম্য চিকিৎসক আজাদ হোসেন বলেন, দিন মজুর সোবহান গাজীর অসুস্থতার খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগে তার মৃত্যু হয়। প্রচন্ড তাপের কারণে হিট স্ট্রোক তার মৃত্যুর কারণ হতে পারে।