জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেলেন যবিপ্রবির শিক্ষক ড. শাহানাজ

0

যবিপ্রবি সংবাদদাতা॥ জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহানাজ পারভীন। তার এ নিয়োগের মেয়াদকাল আগামী দুই বছর।

১২ মে কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট তাকাশি ওয়াদা স্বাক্ষরিত নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়।
নিয়োগপত্রে বলা হয়, ড.শাহানাজ পারভীনকে ১২ মে ২০২৫ থেকে ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ প্রফেসর(সহযোগী অধ্যাপক) হিসেবে নিযুক্ত করা হয়েছে।

কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ প্রক্রিয়া, গবেষণায় যৌথ অংশগ্রহণ, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করবেন ড.শাহানাজ পারভীন। এতে কানাজাওয়া বিশ্ববিদ্যালয় ও যবিপ্রবির মধ্যে গবেষণা ও একাডেমিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ প্রফেসর হিসেবে নিয়োগ পাওয়া সম্পর্কে অনুভূতি জানতে চাইলে ড.শাহানাজ পারভীন বলেন, যবিপ্রবির একজন এলামনাই হিসেবে আমি এই অবস্থানে পৌছাতে পেরেছি ও নিজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে কিছু করার সুযোগ পেয়েছি। এটা আমার কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়।

আগামী সেপ্টেম্বর ও এপ্রিল মাসে কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষার বিভিন্ন প্রোগ্রামের বিষয়ে যবিপ্রবির শিক্ষার্থীদের জন্যে পরিচিতিমূলক কার্যক্রম আয়োজন করার মাধ্যমে আমার কাজ শুরু করব।

গবেষণায় সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, কানাজাওয়া বিশ্ববিদ্যালয় আমাদের কেমিকৌশল বিভাগের সঙ্গে যৌথভাবে গবেষণা করবে। এতে আমাদের গবেষণাগারগুলোতে কী কী ঘাটতি রয়েছে তা চিহ্নিত করে অগ্রসর হওয়া সহজ হবে।

যবিপ্রবির শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্যে বাইরে যাবেন, গবেষণায় অংশ নেবেন ও ভবিষ্যতে আমাদের বিশ্ববিদ্যালয়কে সেবা দিয়ে যাবেন- এটাই আমার প্রত্যাশা।