যশোরে হেফাজতের সমাবেশ ও মিছিল

0

স্টাফ রিপোর্টার ॥ শুক্রবার বাদ জুমা যশোর দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে এ সমাবেশ ও মিছিল হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আনোয়ারুল করীম যশোরী। সমাবেশ শেষে শাপলা চত্ত্বরের গণহত্যাসহ সকল গণহত্যার বিচার ও ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত হেফাজত নেতৃবৃন্দের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণমিছিল বের হয়। মিছিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী, কওমী মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা আরো বলেন, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গঠনকৃত নারী সংস্কার কমিশনের দাখিলকৃত ৩১৮ পৃষ্ঠাব্যাপী প্রতিবেদনের কিছু অনুচ্ছেদ সরাসরি কুরআন-হাদীস বিরোধী, কিছু অনুচ্ছেদ আংশিক কুরআন-হাদীসের সাংঘর্ষিক। নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক যে প্রস্তাব তৈরি করা হয়েছে, সেটি ঐকমত্য কমিশনে উপস্থাপন করা হয়েছে, সেখানে অত্যন্ত আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার আইন ও ইসলামি পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আমরা এই প্রস্তাবনা ঘৃণাভরে প্রত্যাখ্যান এবং বাতিলের দাবি করছি।

সমাবেশে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ যশোর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, সেক্রেটারী মাওলানা নাজির উদ্দীন, মাওলানা বেলায়েত হোসেন, মাওলানা হামিদুল ইসলাম, মাওলানা নাসীরুল্লাহ, মুফতি শামসুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি হাফিজুর রহমান, মুফতি কামরুল আনোয়ার নাঈম, মুফতি আব্দুর রহমান এযাযী, মুফতি আমানুল্লাহ কাসেমী, মুফতি মাসউদুর রহমান, মাওলানা জিয়াউর রহমান, মুফতি সাইফুল ইসলাম প্রমুখ।