জিয়াউর রহমানই নারী সমাজের অগ্রযাত্রার সূচনা করেছিলেন : অনিন্দ্য ইসলাম অমিত 

ইছালীতে মহিলা সমাবেশে 

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নে গতকাল মঙ্গলবার এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইছালী ইউনিয়ন মহিলা দল এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত। তিনি তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নারী ক্ষমতায়নে ভূমিকার কথা তুলে ধরেন।

তিনি বলেন, জিয়াউর রহমানই বাংলাদেশে নারী সমাজের অগ্রযাত্রার সূচনা করেছিলেন। তিনি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে নারী বিষয়ক মন্ত্রণালয় গঠন করেন এবং মহিলাদের প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে জাতীয় মহিলা সংস্থা প্রতিষ্ঠা করেন। যৌতুক বিরোধী আইন প্রণয়ন করে তিনি মহিলাদের যৌতুকের অভিশাপ থেকে মুক্ত করেছিলেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। ইছালী ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক জেসমিন নাহারের সভাপতিত্বে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, ইছালী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাহমুদ আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং সাংগঠনিক সম্পাদক ইকরামুল কবির প্রমুখ।