চৌগাছায় বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা(যশোর) ॥ যশোরের চৌগাছার বীর মুক্তিযোদ্ধা সাবেক নায়েব সুবেদার (বিডিআর) মোফাজ্জেল হোসেন (৭২) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।

রোবাবর দুপুর ১ টার দিকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। তিনি ক্যান্সারসহ নানা জটিল রোগে দীর্ঘদিন ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার সকালে চৌগাছার পাঁচনামনা পৌর জামে মসজিদের সামনে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান। এ সময় মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।