বিশিষ্ঠ সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার।। যশোরের বিশিষ্ঠ সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টুর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

আজ সকাল ১২টায় প্রেসক্লাব যশোরের শহীদ সাংবাদিক আর.এম সাইফুল আলম মুকুল মিলনায়তনে এ স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণসভায় বক্তব্য রাখেন, সাংবাদিক নেতা ফকির শওকত, সংগঠনের উপদেষ্টা ভারপ্রাপ্ত আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের সম্পাদক এস.এম তৌহিদুর রহমান, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মুবিন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মোঃ মাহবুবুল আলম লাভলু, বিশিষ্ট লেখক ও গবেষক বেনজিন খান, সাংবাদিক নেতা মোঃ বদরুদ্দিন বাবুল,