নড়াইলে বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা

0

নড়াইল সংবাদদাতা॥ নড়াইলে রোববার বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ^াস।স্বাগত বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার মো. রোস্তম আলী।অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আলিফ নুর, মাওলানা তাজুল ইসলাম, প্রভাষক খিয়াম উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব সাফায়েত উল্লাহ প্রমুখ।