মহেশখালীর কারখানা থেকে রোহিঙ্গা ক্যাম্পে নেওয়া হচ্ছিল অস্ত্র, দম্পতি আটক

0
কক্সবাজার শহরে আনা দেশীয় আগ্নেয়াস্ত্রের চালানসহ এক দম্পতিকে আটক করে পুলিশ। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ‘রোহিঙ্গা ক্যাম্পে সরবরাহের’ জন্য কক্সবাজার শহরে আনা দেশীয় আগ্নেয়াস্ত্রের চালানসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ অক্টোবর) রাতে কক্সবাজার শহরে বাঁকখালী নদীর ৬ নম্বর জেটি ঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রের এ চালান জব্দ করা হয় বলে জানিয়েছেন, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।

আটককৃতরা হলেন, টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুড়ান পল্লান পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশিদা আক্তার (২৬)।

পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, সোমবার সন্ধ্যায় মহেশখালী থেকে স্পিডবোটে করে সংঘবদ্ধ অপরাধী চক্রের কিছু সদস্য অস্ত্রের চালান নিয়ে আসছে-এমন খবর পায় পুলিশ। এ তথ্যের ভিত্তিতে পুলিশের একটি টিম পৌরসভার ২নং ওয়ার্ডের ৬নং জেটি এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহজনক একটি স্পিডবোট বাঁকখালী নদীর ৬ নম্বর জেটি ঘাট এলাকায় পৌঁছলে বোটটি থামিয়ে তল্লাশি করা হয়। স্পিড বোটে পাশাপাশি সিটে বসা দুইজন নারী-পুরুষের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ব্যাগের ভিতরে পাওয়া যায় দেশিয় তৈরি বিভিন্ন আকারের ৪ টি আগ্নেয়াস্ত্র। এসময় তাদের আটক করা হয়।

আটকদের স্বীকারোক্তি মতে, উদ্ধার হওয়া অস্ত্রের চালান তারা মহেশখালীর অস্ত্র কারখানা থেকে সংগ্রহ করেছে। আর এসব অস্ত্র টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের সরবরাহের জন্য নিয়ে যাচ্ছিল। আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।

তাদের গ্রেপ্তার দেখিয়ে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন তিনি।