‘পল্টন ট্রাজেডি’ দিবস পালন জামায়াতের

0

লোকসমাজ ডেস্ক॥ ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি-বৈঠা হামলায় নিহত ৬ জামায়াত ও ইসলামী ছাত্রশিবির নেতা-কর্মীর স্মরণে গতকাল ‘পল্টন ট্রাজেডি’ দিবস পালন করেছে জামায়াত ইসলামী। এ উপলক্ষে বিভিন্ন জেলা উপজেলায় প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংবাদদাতাদের তথ্যে বিস্তারিত প্রতিবেদন-
যশোর : বিকেল ৪ টায় যশোর জেলা পরিষদ মিলানায়তনে (বিডি হল) যশোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসূলের সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের সঞ্চালনায় পল্টন ট্রাজেডির প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন নায়েবে আমীর বেলাল হোসাইন, সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, কর্ম পরিষদের সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, অধ্যাপক হাসিম রেজা, পৌর উত্তর থানা আমির মাস্টার নূর ই আলী নূর মামুন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যশোর শহর শাখার সভাপতি মোস্তফা কামাল, অধ্যাপক আশরাফ আলী, অধ্যাপক আব্দুল হক ও মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ।
স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) জানান, বিকেলে যশোরের মনিরামপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের (পূর্ব) আমির অধ্যক্ষ আব্দুল আজিজ। উপজেলা জামায়াতের আমীর মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আহসান হাবিব লিটনের সঞ্চালনায় সামবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের জেলা সুরা সদস্য গাজী এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সুরা সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক, উপজেলা নায়েবে আমির মহিউল ইসলাম, জেলা যুব বিভাগের সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব, মনিরামপুর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি ডাক্তার শরিফুল ইসলাম, সুরা সদস্য অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, রবিউল ইসলাম, মিজানুর রহমান, পৌর সভাপতি অধ্যাপক আব্দুল বারী, ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার সাবেক সভাপতি আবু সালেহ ওবায়দুল্লাহ প্রমুখ।
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা জানান, জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সোমবার বিকেলে চুকনগর বাসস্ট্যান্ড চত্বরে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, খুলনা জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য অ্যাড. আবু ইউসুফ মোল্যা। বিশেষ অতিথি ছিলেন, ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও. মুখতার হুসাইন, খুলনা জেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ বেলাল হুসাইন রিয়াদ। বক্তব্য রাখেন ডা. আব্দুল মান্নান, মাও. মোসলেম উদ্দিন, মাও. মোতালেব হুসাইন, মাও. মতিউর রহমান, মাও. নজরুল ইসলাম, অধ্যক্ষ রুহুল আমীন প্রমুখ।
ফুলতলা (খুলনা) সংবাদদাতা জানান, উপজেলা শাখার উদ্যোগে ফুলতলা বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। শাখা সেক্রেটারি মাও. শেখ ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জামায়াত নেতা শেখ সিরাজুল ইসলাম। পরে এক বিক্ষোভ মিছিল ফুলতলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সাতক্ষীরা সংবাদদাতা জানান, বিকেলে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দিবসটি পালন উপলক্ষ্যে স্মরণসভা ও আলোকচিত্র প্রদর্শন করা হয়।
সাতক্ষীরা সদর জামায়াতের আমির মাও. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির মুহাদ্দিস রবিউল বাশার। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, শেখ নুরুল হুদা, সেক্রেটারি মাও. আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমামুল হোসেন, শহর ছাত্র শিবিরের সভাপতি আল মামুন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড. আব্দুস সুবহান মুকুল প্রমুখ।