ডাইনি সন্দেহে একই পরিবারের ৩ জনকে হত্যার অভিযোগ

0

লোকসমাজ ডেস্ক॥ ডাইনি সন্দেহে একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম সিংভূম জেলায় এ ঘটনা ঘটে। শুক্রবার ঝাড়খণ্ডের সিয়ানকেল গ্রামের জঙ্গল থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সিয়ানকেল গ্রামের দুগলু পূর্তি (৫৭), তার স্ত্রী সুকবরো পূর্তি (৪৮) ও তাদের মেয়ে দাসকির পূর্তি (২৪)। তাদের মাথা ও ঘাড়ে কাটা জখমসহ নগ্ন অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই দম্পতির ছোট মেয়ে একটি আবাসিক স্কুলে পড়ত। শুক্রবার সে বাড়ি ফিরে দেখে, কেউ ঘরে নেই। এর পরেই বাবা-মা ও দিদির খোঁজে বেরিয়ে তাদের লাশ দেখতে পায় সে। সে-ই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
নিহতদের এক আত্মীয় জানান, ডাইনি সন্দেহের ভিত্তিতে পরিবারটিকে টার্গেট করা হয়েছিল। অভিযুক্তরা তিনজনকে তাদের বাড়ি থেকে টেনে বের করে হত্যা করে। পরে প্রমাণ লুকানোর জন্য লাশগুলো দুর্গম জঙ্গলে ফেলে দেয়।
পুলিশ জানায়, জঙ্গল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে একই পরিবারের তিন সদস্যকে খুন করা হল, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।