সম্প্রীতির বাংলাদেশে কারো ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করা যাবে না : অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার যশোরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এদিন বিকেল থেকে রাত অবধি তিনি যশোর শহর এবং সদর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন । এ সময় তিনি বলেন, সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান-মুসলিম সকল ধর্মের মানুষের বসবাস। কারো বিশ^াসের প্রতি কেউ হস্তক্ষেপ করতে পারবে না। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় পুলিশ প্রশাসনের সহযোগিতা তেমন না থাকলেও মন্দির ও হিন্দুদের জানমালের নিরাপত্তায় আমাদের নেতাকর্মীরা সার্বক্ষণিক পাহারা দিচ্ছে। বিএনপির কেউ যদি মন্দির বা কারো কোনো ধরনের ক্ষতিসাধনের চেষ্টা করে তবে আমরা তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেব।
এদিন সন্ধ্যায় অনিন্দ্য ইসলাম অমিত শহরের রামকৃষ্ণ আশ্রম মন্দির পরিদর্শন করেন। এছাড়া তিনি শহরের বেজপাড়া সার্বজনীন পূজা মণ্ডপ, বারান্দী মালোপাড়া মন্দির পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে তিনি মুড়লী শিব ঠাকুর জোড়া মন্দির, সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা সর্বজনীন মন্দির পরিদর্শন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, সিরাজুল ইসলাম, রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশনন্দ মহারাজ, বাজুয়াডাঙ্গা সর্বজনীন মন্দির কমিটির সম্পাদক কৃষ্ণ গোপাল চক্রবর্ত্তী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক মারফ হোসেন, মিজানুর রহমান বাবলু, মাসুদুর রহমান শামীম, সিরাজ মোল্লা, ভোজগাতী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান বাবু, বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপি নেতা আলাউদ্দিন আলা প্রমুখ।