টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন

0

লোকসমাজ ডেস্ক ।। ভারতীয় শিল্পপতি টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন। বুধবার (৯ অক্টোবর) রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৮৬ বছর। খবর ভারতীয় গণমাধ্যমের।

বুধবার রাতে টাটা গ্রুপের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এক শীর্ষ পুলিশ কর্মকর্তাও নিশ্চিত করেছেন যে রতন টাটার মারা গেছেন।

রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার রাতে রতন টাটার সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে মোদি বলেছেন, ‘শ্রী রতন টাটাজি একজন দূরদর্শী শিল্পপতি ছিলেন। তাঁর মনটা মমতায় পরিপূর্ণ ছিল। মানুষ হিসেবে অসাধারণ ছিলেন। উনি ভারতের অন্যতম পুরনো এবং অন্যতম সেরা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে শক্তিশালী নেতৃত্ব প্রদান করেছিলেন।’

রবিবার রাতে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, রতন টাটাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বলা হয়েছিল, তাঁর শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে নেওয়া হয়েছে। তবে সোমবার সকালেই তিনি সব জল্পনা উড়িয়ে দিয়ে জানান, এই খবর ভুয়া। তিনি শুধুমাত্র নিয়মিত বার্ধক্যজনিত পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু বুধবার রাতে এসে তাঁর মৃত্যুর খবর পাওয়া গেল।