রামপালে মা ও নানিকে মারপিট করে স্বামীর ভিটেবাড়ি থেকে উচ্ছেদ

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে সৎ সন্তানেরা মারপিট করে পিতার ভিটেবাড়ি থেকে উচ্ছেদ করেছে মা ও নানিকে। হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন মা ও নানি। সন্তানদের মারপিটে আহত মা বেবীয়া বেগম (৪৫) ও নানী নূরজাহান বেগম (৬০)। এ ঘটনায় বুধবার রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আহত বেবীয়া বেগম।
স্থানীয়রা জানান, উপজেলার কুমলাই গ্রামের বেবীয়ার সাথে বিয়ে হয় মৃত শেখ রুস্তুম আলীর। দুই বছর আগে তার স্বামী মারা যান। স্বামী মারা যাওয়ার পর তার বাড়িতে তার মাকে নিয়ে অবস্থান করতে থাকেন বেবীয়ারা। এরপরে তার সৎ সন্তানেরা সৎ মাকে বাড়ি থেকে উচ্ছেদ করতে ষড়যন্ত্র শুরু করেন। এক পর্যায়ে স্থানীয় চেয়ারম্যান শালিস করে বেবীকে তার পিতার ভিটেমাটিতে থাকতে বলেন। এরপরে আবারো সৎ সন্তান গোলাম শেখ, তার আত্মীয় সেকেন্দার শেখ, হানিফা, হাসিনা বেগম, আলম ও হায়দার আলীসহ অজ্ঞাত ৫/৬ জন মিলে গত ৩ জুন বুধবার বিকেল ৪ টার দিকে মা বেবী ও নানি নূরজাহানকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত বেবীয়ারা বেগম জানান, আমি স্বামীর জায়গা পাবো। কিন্তু সন্তানেরা আমার স্বামীর জায়গা থেকে বের করে দিয়ে আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। ঘরবাড়ি ভেঙে ফেলেছে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশ জানান, অভিযোগের কপি পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।