তীব্র গরমে চৌগাছায় রোগী বাড়ছে

0

মুকুরুল ইসলাম মিন্টু, চৌগাছা (যশোর) ॥ সারা দেশের মতো প্রচন্ড তাপদাহে পুড়ছে চৌগাছা। কাকডাকা ভোর হতে শুরু হচ্ছে গরম। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে গরমের তীব্রতা। সেই সাথে সূর্যের প্রখরতাপ। হাসপাতালে বেড়েছে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। সব মিলিয়ে চরম বিপাকে পড়েছেন মানুষসহ প্রাণীকূল।
শুক্রবার ছিল চৌগাছার সাপ্তাহিক হাটের দিন। সংসারের চাকা সচল রাখতে খেটে খাওয়া মানুষেরা প্রচন্ড তাপদাহ সহ্য করে বের হয়েছেন বাড়ি হতে। কেউ এসেছেন বাজারে সবজি বিক্রি করতে, কেউ এসেছেন লেবারের কাজে। আবার অনেকে বের হয়েছেন দৈনিক রোজগারের একমাত্র অবলম্বন ভ্যান বা ইজিবাইক নিয়ে। কিন্তু দিন শেষে কাক্সিক্ষত রোজগার না হওয়ায় অনেকেই একবুক হতাশা নিয়ে ফিরেছেন বাড়িতে।
চৌগাছার প্রধান সবজি বাজারে কথা হয় ব্যবসায়ী মজনুর রহমান, মশিয়ার রহমান, কৃষক হাফিজুর রহমানসহ বেশ কয়েক জনের সাথে। তারা বলেন, বর্তমান যে অবস্থা তাতে করে যদি অল্প কিছুও সঞ্চয় থাকতো তাহলে বাড়ি হতে বের হতাম না। গরম আর সূর্যের তাপে কোন কিছুই ভাল লাগছে না। তারপরও পেটের দায়ে বাজারে আসতে হয়েছে।
সবজি বাজারসহ গোটা বাজার এলাকাতে লেবারের কাজে নিযুক্ত শংকর সর্দার, অসিত সর্দার বলেন, দিন কিংবা রাত কোন সময়ে একটু স্বস্তি পাচ্ছি না। অবিরাম ঘামছে শরীর।
চৌগাছার সরকারি ৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আল ইমরান বলেন, গত কয়েক দিনের প্রচ- তাপদাহে বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। হঠাৎ করেই রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসক সংকটে রোগীদের সেবা দিতে আমাদের রীতিমত হিমশিম খেতে হচ্ছে।