মোরেলগঞ্জে বিকাশ এজেন্টকে কুপিয়ে পাঁচ লক্ষাধিক টাকা লুটের অভিযোগ

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে বিকাশ এজেন্টকে কুপিয়ে জখম করে ৫ লক্ষাধিক টাকা লুটের অভিযোগ উঠেছে। আহত বিকাশ এজেন্টকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করেছে স্বজনরা। গত সোমবার (১৫ এপ্রিল) রাতে মোরেলগঞ্জ উপজেলা বহরবুনিয়া ইউনিয়নের শনিরজোড বাজারে এ ঘটনা ঘটে। আহত বিকাশ এজেন্ট রাকিব ও হামলকারীরা শনিরজোড এলাকার বাসিন্দা।
আহত বিকাশ এজেন্ট মো. রাকিব বলেন, স্থানীয় আল আমিনের কাছে রিচার্জ বাবদ ২শ টাকা পেতাম। সোমবার সন্ধ্যায় টাকা চাইলে আল আমিন ক্ষিপ্ত হয় এবং আমাকে গালিগালাজ করে। এক পর্যায়ে আল আমিন, তার মামা মোতালেব হাওলাদার, মোতালেব হাওলাদারের ছেলে সবুজ হাওলাদার ও জামাতা মো. বাদশা আমাকে মারধর শুরু করে। তারা ধারালো অস্ত্র দিয়ে আমাকে কুপিয়ে জখম করে। পরে দোকানে থাকা ব্যবসার আনুমানিক ৫লাখ টাকার বেশি লুট করে যায়। আমি এই ঘটনার বিচার চাই।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছউদ্দিন বলেন, একটি মারধরের ঘটনা শুনেছি। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।