যশোরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ,যুবলীগ নেতা আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোফাজ্জেল হোসেন মুফাকে সোমবার সকালে আটক করেছে পুলিশ। পাওনা টাকা চাওয়ায় জহুরুল ইসলাম মিন্টু নামে একজন ভুষি মালামাল ব্যবসায়ীকে মারধরের অভিযোগে এড়েন্দা বাজারস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, এড়েন্দা বাজারের ভুষি মালামাল ব্যবসায়ী জহুরুল ইসলাম মিন্টুর কাছ থেকে ৫ হাজার টাকার মালামাল বাকিতে নিয়েছিলেন মোফাজ্জেল হোসেন মুফা। পরে জহুরুল ইসলাম মিন্টু তার কাছে পাওনা টাকা দাবি করলে মোফাজ্জেল হোসেন মুফা তাকে নানা অজুহাতে ঘুরাতে থাকেন। গত ৪ এপ্রিল রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন জহুরুল ইসলাম মিন্টু। তিনি বাজারের পূর্ব পাশে পৌঁছালে মোফাজ্জেল হোসেন মুফা ও তার সহযোগী একই গ্রামের শরিফুল ইসলাম তার ওপর চড়াও হন। এ সময় তারা তাকে বেধড়ক মারধর করলে ওই ব্যবসায়ী জখম হন। এছাড়া তারা তার কাছ থেকে অর্ধলাখ টাকা ছিনিয়ে নেন বলে ব্যবসায়ীর অভিযোগ। এব্যাপারে গত রোববার রাতে কোতয়ালি থানায় মামলা করেন ব্যবসায়ী জহুরুল ইসলাম মিন্টুর। মামলার প্রেক্ষিতে সোমবার সকালে আসামি মোফাজ্জেল হোসেন মফুকে নিজ বাড়ি থেকে আটক করেছেনএসআই শরিফুল ইসলাম। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।