ঝিনাইদহে আগুন পুড়ে গেছে চারটি মহিষ

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহ সদর উপজেলার সুতলীয়া গ্রামে রোববার রাতে হোসেন আলী নামে এক কৃষকের গোয়াল ঘরে আগুন লেগে চরটি মহিষ পুড়ে মারা গেছে। এতে ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা। তবে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের হিসাব মতে, ক্ষতির পরিমাণ চার লাখ টাকা।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা তানভীর হাসান জানান, হরিশংকরপুর ইউনিয়ন সুতলীয়া গ্রামের কৃষক হোসেন আলীর গোয়ালঘরে রোববার রাত সাড়ে ৮ টার দিকে আগুন লাগে। এতে চারটি মহিষ মারা যায়। খবর পেয়ে রাতেই ঝিনাইদহ থেকে ফায়ার সার্ভিসের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি আরো জানান, গোয়াল ঘরে গবাদিপশুর জন্যে রাখা মশার কয়েল বা অন্য কোনভাবে এই আগুনের সূত্রপাত হতে পারে।
কৃষক হোসেন আলী জানান, তিনি কৃষি কাজের পাশাপাশি সুতলীয়া গ্রামের মোড়ে সিঙ্গাড়া বিক্রি করে অনেক কষ্টে এই মহিষ পালন করেন। তিনি দাবি করেন, আগুনে তার ১০লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে।