ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

0

 

স্টাফ রিপোর্টার ॥ গর্ভধারিনী মা নিলুফা বেগমকে দেখভাল করেন না ছেলে মনিরুজ্জামান। এ কারণে নিরুপায় নিলুফা বেগম ভরন পোষণের দাবিতে বুধবার ছেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। তিনি যশোর সদর উপজেলার কামালপুর গ্রামের জসিম উদ্দীনের স্ত্রী। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল অভিযোগটি আমলে নিয়ে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, নিলুফা বেগমের স্বামী দীর্ঘ পাঁচ বছর যাবৎ অসুস্থ। তাদের একমাত্র ছেলে মনিরুজ্জামান। কিন্তু ছেলে মায়ের কোনো ভরন পোষন বা পিতার চিকিৎসা খরচ দেন না। প্রতিবেশী ও স্বজনদের কাছে হাত পেতে চলতে হচ্ছে নিলুফা বেগমকে। তিনি এখন মানবেতর জীবন যাপন করছেন। গত ২০ নভেম্বর ভরন পোষণ ও ওষুধ কিনে দেওয়ার কথা বললে মনিরুজ্জামান ও তার স্ত্রী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে বাড়ি থেকে বের করে দেন। সেই থেকে নিলুফা বেগম তার এক ভাইয়ের বাড়িতে বসবাস করছেন।