মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রিত

0

লোকসমাজ ডেস্ক॥ মিয়ানমারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ১৪ জন সদস্য বাংলাদেশে ঢুকে আশ্রয় নিয়েছেন। পরে তাদের বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি’র) হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
রোববার রাত ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের খারাংখালি পয়েন্ট দিয়ে পাঁচ জন এবং একইদিন সকালে হোয়াইক্যং সীমান্ত দিযে ৯ জন অনুপ্রবেশ করেছেন। পরে তাদেরকে বিজিবি’র সদস্যরা নিরস্ত্র করে নিজেদের হেফাজতে নেন।
বর্তমানে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর ১৪ জন বিজিপির সদস্য, বিজিবির তত্ত্বাবধানে রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, রবিবার সকালে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপির) ৯ জন সদস্য টেকনাফের হোয়াইক্যং সীমান্তে অনুপ্রবেশ করে। একই দিন রাতে আরও ৫ জন বিজিপির সদস্য খারাংখালি সীমান্ত পয়েন্ট দিয়ে ঢুকেন। পরে তাদেরকে নিরস্ত্র করা হয়। ভাষাগত সমস্যাসহ নানা কারণে তাদের সম্পূর্ণ পরিচয় নিশ্চিত হতে পারিনি। তবে যেটুকু তথ্য সংগ্রহ করেছি তাতে সকলেই মিয়ানমারের বর্ডার পুলিশের সদস্য। তারা আমাদের হেফাজতে রয়েছে।