বর্ষবরণে উদীচী যশোরের বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ

0

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য আয়োজনে এ বছরও বাংলা বর্ষবরণ উদযাপন করবে উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদ। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে সংগঠনটি ১৪শ দৃষ্টিনন্দন আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার বেলা ১১টায় উদীচী যশোর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব বলেন, পাঁচ দশক ধরে উদীচী বর্ষবরণ করে আসছে। এবারে উদীচীর বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন ৫০ বছরে পদার্পণ করতে যাচ্ছে। পহেলা বৈশাখ সকাল ৬টা ৩১ মিনিটে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভৈরব রাগ ‘প্রভাত বীনা তব বাজে’ এ গানের মধ্য দিয়ে শুরু হবে বৈশাখের আহ্বান পর্ব। এরপরই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ এসো এসো’ এ গানের পরিবেশনা থাকছে। আরও থাকছে শিশুতোষ পরিবেশনা, বাংলা হারানো দিনের গান, জীবনমুখি গান, লোকসংগীত, আধুনিক ও লোকনৃত্য ময়মনসিংহ গীতিকা’র ‘মহুয়া সুন্দরী’ গীতিনৃত্যনাট্য। অনুষ্ঠানে ২৫০ জন শিল্পী এসকল পরিবেশনায় অংশ নেবেন।
সাজ্জাদুর রহমান খান বিপ্লব আরও বলেন, নববর্ষ উপলক্ষ্যে উদীচীর শিল্পীরা দেওয়াল চিত্রের মাধ্যমে সংগঠন প্রাঙ্গণ সাজিয়েছেন। বর্ষবরণ অনুষ্ঠানের আগে উদীচী কার্যালয়ের প্রবেশদ্বারে নান্দনিক গেইট তৈরি করা হবে। পৌর পার্কে অনুষ্ঠানস্থলের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি ১০০ কর্মী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন। এছাড়া সংগঠনে অসামান্য অবদানের জন্য বরাবরের মতো এবারেও একজন উদীচী কর্মীকে ডা. কাজী রবিউল হক নববর্ষ পদক প্রদান করা হবে। এবারে উদীচী জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইকরামুল কবির ইল্টু নববর্ষ পদক ১৪৩১ পদক এর জন্য নির্বাচিত হয়েছেন।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা উদীচী সভাপতি তন্দ্রা ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় সহ-সভাপতি ইকরামুল কবির ইল্টু, উদীচী জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, জন দিলীপ দাস, সহ-সাধারণ সম্পাদক আলমগীর কবির, আসিফ আকবর, মুন্সী রইসউদ্দিন সংগীত একাদেমীর সংগীত বিভাগের সম্পাদক রাজিবউদ্দিন খানসহ আরও অনেকে।