ট্রাকের ধাক্কায় দু মোটরসাইকেল আরোহী নিহত

0

ঝিকরগাছা (যশোর)সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছা-মনিরামপুর সড়কে একটি মোটরসাইকেলকে সামনে থেকে একটি ট্রাক চাপা দিলে মোটরসাইকেলটি ২ আরোহী নিহত হন। ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় ঝিকরগাছা-মনিরামপুর সড়কের পট্টি বড় মসজিদের সামনে। নিহতরা হলেন, মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের মাহমুদকাঠি গ্রামের মোমিনুল হকের ছেলে নুর মোহাম্মদ (৪০) ও রঘুনাথপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে সবুজ হোসেন (২২)।
নিহত সবুজের খালু হানিফ মিয়া জানিয়েছেন, নুর মোহাম্মদ ও সবুজ দীর্ঘদিন ধরে একসাথে চলাফেরা করতেন। ঝিকরগাছা বাজারটি নিকটে হওয়ায় তারা সেখান থেকে কেনাকাটা করতেন। এদিন বিকেলে নুর মোহাম্মদ ও সবুজ ঝিকরগাছা বাজার গিয়েছিলেন। কাজ সেরে বাড়ি ফেরার সময় ঘটনাস্থলে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক সামনে থেকে তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী নুর মোহাম্মদ ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় সবুজকে নিকটবর্তী ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে উভয় পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের সিদ্ধান্ত নিয়ে প্রশাসনের কাছে আবেদন করেন। আবেদন মঞ্জুর হলে গভীর রাতে মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে টেংরামারী স্কুল মাঠে জানাজা শেষে নিজ নিজ পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে বলে প্রতিবেশী কামাল হোসেন জানিয়েছেন।