শোক ও গৌরবের ভাষার মাস

0

মাসুদ রানা বাবু ॥ ১১ ফেব্রুয়ারি ১৯৫২। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম সারাদেশে আরও জোরদার হয়ে ওঠে। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্র-শিক্ষক, জনতার সাথে নারীরাও যোগ দিয়ে রাজপথে নেমে আসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিবাসের মেয়েরা দল বেঁধে আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে থাকেন। এর মধ্যে আন্দোলনে পোস্টার লেখার দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রী নেত্রীরা। কালো পতাকা দিবস পালনের লক্ষ্যে নাদিরা বেগম, নুরুন্নাহার কবির, সুরাইয়া ও রওশন আরাসহ অন্যান্য ছাত্রীদের নিয়ে ওই দিন পোস্টার লেখার কাজ সম্পন্ন করেন। এছাড়া ভাষা আন্দোলনে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রীদের যুক্ত করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিবাসের ছাত্রীরা কয়েকদলে বিভক্ত হয়ে এলাকায় সভা করেন। তারা বাংলা বাজার ইডেন কলেজ, মুসলিম গার্লস স্কুলের ছাত্রীদের কর্মী হিসেবে আন্দোলনে নিয়ে আসেন। স্কুল-কলেজের ছাত্রীরাও ভাষার মর্যাদা আদায়ের দাবিতে আন্দোলনের ঝাঁপিয়ে পড়েন। ফলে, ভাষা আন্দোলন আরও গতির সাথে অগ্রসর হতে থাকেন।