চৌগাছায় মাদক নিয়ন্ত্রণ আইনে ৪ জনের কারাদণ্ড

0

চৌগাছা (যশোর) সংবাদদাতা ॥ চৌগাছায় ভ্রাম্যমাণ আদালত মাদকসেবী ১ জনের ২৫ দিনের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা এবং ৩ জনের ১৫ দিনের কারাদণ্ড ও ১শ টাকা করে জরিমানা করেছেন। রোববার দুপুরে পৌর শহরের ডাকবাংলা এলাকার মন্দিরপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। এ সময় গাঁজা ও গাঁজা সেবনের কল্কি জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস পৌর শহরের ডাকবাংলা এলাকার মন্দিরপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৌর এলাকার নিরিবিলি পাড়ার মৃত সদর আলীর ছেলে হাসানুর জামানকে ২৫ দিনের কারাদণ্ড এবং ৩০০ টাকা জরিমানা ও সরদারপাড়ার রিপন সরদারকে ১৫ দিনের কারাদণ্ড এবং ১শ টাকা জরিমানা করেন। এছাড়া ডাকবাংলা এলাকার মন্দিরপাড়ার পরিমল সরদারের ছেলে লিটন সরদারকে ১৫ দিনের কারাদণ্ড এবং ১শ টাকা জরিমানা। উপজেলার হাকিমপুর ইউনিয়নের হুদাহাজিপুর গ্রামের কামরুল ইসলাম ছেলে ফয়সল হোসেনকে ১৫ দিনের কারাদন্ড এবং ১শ টাকা জরিমানা করেন।