যশোরে বিএনপি নেতাদের বাড়িতে ছাত্রলীগ-যুবলীগের হামলা, শহরজুড়ে সশস্ত্র মিছিল

0

 

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে বিএনপিসহ এক দফার আন্দোলনরত রাজনৈতিক দলগুলো যখন শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করছে,ঠিক তখনই যশোরে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে রাজপথে লাঠিসোটা নিয়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সময় তাদের ছাত্রলীগের সভাপতি সম্পাদকের নেতৃত্বে শহরে বিএনপির নেতাদের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেল মহড়া অব্যাহত রেখেছে । দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত এই মিছিল-সমাবেশ এবং ‘পুলিশি টহলে’ সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার বেলা ১১ টার দিকে ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাঁশের লাঠিসোটা নিয়ে প্রকাশ্যে মোটরসাইকেল মহড়া দিয়ে শহরের গাড়িখানা রোডে তাদের দলীয় কার্যালয়ে সমবেত হতে থাকে। দলীয় কার্যালয়ে আসার আগে তারা ঘোপ পিলুখান সড়কের কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের বাসভবনের গেটের সামনে বেশ কিছু সময় অবস্থান নিয়ে অশ্রাব্য গালিগালাজসহ গেট ধাক্কাধাক্কি করে। এছাড়াও দলের সিনিয়র নেতাকর্মীর বাসভবনের সামনে গিয়ে সশস্ত্র মহড়া দেয়। এরপর পাশাপাশি শহরের প্রধান প্রধান সড়কের পাশাপাশি অলিগলি পাড়া মহল্লায়ও তারা এমন মহড়া দেয়।
এদিকে লাঠিসোটা সহকারে দলীয় কার্যালয়ের সামনের জড়ো হওয়া নেতাকর্মীদের সাথে নিয়ে গাড়িখানা রোডের মত জনগুরুত্বপূর্ণ সড়কের ওপর প্রকাশ্যে সমাবেশ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। এসময় উপস্থিত নেতাকর্মীরা তার পেছন দিক থেকে লাঠিসোটা উঁচিয়ে রাখেন। সমাবেশ শেষে শহিদুল ইসলাম মিলনের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে প্রকাশ্য লাঠিসোটা নিয়ে মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতা এ এস এম হুমায়ূন কবির কবু, অ্যাড.মোহাম্মদ আলী রায়হান, সামির ইসলাম পিয়াস,ফিরোজ খান, মেহেদী হাসান মিন্টু, ফারুখ আহমেদ কচি, কাজী আব্দুস সবুর হেলাল প্রমুখ ।
মিছিল শেষে ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আবারও লাঠিসোটা নিয়ে মোটরসাইকেল মহড়া দেন। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব মহড়া নেতৃত্ব দেন। তাদের এমন তৎপরতায় শহর জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়।
প্রকাশ্যে দিবালোকে শহরের তাদের এমন মহড়ার মধ্যে পুলিশি টহল অব্যাহত থাকে। কিন্তু টহলরত কোনো পুলিশ সদস্যদের এ ব্যাপারে কোন ভূমিকা রাখতে দেখা যায়নি এমনটি জানিয়েছেন প্রত্যাক্ষদর্শীরা।

এদিকে গত শুক্রবার দিবাগত রাতেও তারা একই ভাবে শহরের বিএনপি নেতাকর্মীদের বাড়ির সামনেসহ শহরের বিভিন্ন স্থানে মহড়া দেয়।
উল্লেখ্য, গত কয়েক দিন আগে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন শহরের মনিহার চত্বরে জেলা শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তার বক্তৃতায় প্রকাশ্যে ছাত্রলীগ-যুবলীগকে আড়াই হাতের বাঁশের লাঠি তৈরির নির্দেশ দেন। সেই লাঠি দিয়ে বিএনপি জাময়াতকে পিটিয়ে হত্যার হুমকি দেন।
এবিষয় যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) বেলাল হুসাইন বলেন, আওয়ামী লীগের বিষয়টি আমার জানা নেই।