যশোরে নারীসহ ৯ জন আটক করে মাদকদ্রব্য উদ্ধার

0

 

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৯ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানায়, গত সোমবার রাত পৌনে ১০টার দিকে কোতয়ালি থানা পুলিশের এএসআই মিয়া তৌহিদুল ইসলাম শহরের জজ কোর্টের উত্তরে বাদশা ফয়সাল ইন্সটিটিউটের পাশে অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ শুকুর আলী (২৫) নামে এক যুবককে আটক করেন। শুকুর আলী চাঁচড়া রায়পাড়া তেঁতুলতলা এলাকার মৃত আবুল ফজলের ছেলে। রাত সাড়ে ৮টার দিকে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই হেলাল উজ্জামান শহরের দড়াটানা মোড়স্থ সোনালী ব্যাংকের বুথের সামনে অভিযান চালান। সেখান থেকে তিনি মিজানুর রহমান (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেন। পরে তার কাছ থেকে দেড়শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক মিজানুর রহমান ঝিকরগাছা উপজেলার মাটিকুমড়া গ্রামের মৃত গোলাম মোস্তফা বিশ্বাসের ছেলে। একইদিন দুপুরে ডিবি পুলিশের এএসআই মো. ইমদাদুল হক শহরতলীর খোলাডাঙ্গায় অভিযান চালান। সেখান থেকে তিনি ৫০ বোতল ফেনসিডিলসহ আছিরন বেগম (৩০) নামে এক নারীকে আটক করেন। এছাড়া তার ৩ সঙ্গীর ফেলে যাওয়া ১টি মোটরসাইকেল উদ্ধার করে ডিবি পুলিশ। আটক আছিরন বেগম সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের রিপন গাজীর স্ত্রী। পলাতক অপর ৩ জন হলেন, আটক আছিরন বেগমের স্বামী রিপন গাজী, যশোরের শার্শা উপজেলার গয়ড়া গ্রামের মৃত আলফু মোল্লা ওরফে আলতাফের ছেলে আশানুর রহমান ও রবিউল ইসলামের ছেলে আশিক। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে কোতয়ালি থানা পুলিশের এসআই তুহিন বাওয়ালী শহরের ষষ্ঠীতলায় অভিযান চালিয়ে আব্দুল রহমান (২১) নামে এক যুবককে আটক করেন। পরে তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই মনিরুল ইসলাম সদর উপজেলার ইসলামপুর গ্রামে অভিযান চালান। এ সময় তিনি ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রবিউল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেন। রবিউল ইসলাম একই গ্রামের নবী মিয়ার ছেলে। দুপুর সাড়ে ১২টার দিকে ডিবি পুলিশের এসআই মো. নুর ইসলাম যশোর শহরের কারবালা কবরস্থানের মেইন গেটের সামনে অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরসাইকেলসহ সরোয়ার শেখ (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করেন। সরোয়ার শেখ নড়াইল সদর উপজেলার শেখহাটির মো. ওমর আলীর ছেলে। গত সোমবার দুপুরে শার্শা উপজেলার মানকিয়া গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ বিষে আলী (২৮) নামে এক যুবককে আটক করেন ডিবি পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজীব ও এসআই শেখ আবু হাসান। আটক বিষে আলী ৩নং ঘিবা গ্রামের আসমত আলীর ছেলে। একইদিন দুপুরে ডিবি পুলিশের এসআই বিপ্লব সরকার ও এসআই শাহিনুর রহমান সদর উপজেলার চুড়ামনকাটিতে অভিযান চালান। এ সময় তারা ১ কেজি গাঁজাসহ ২ যুবককে আটক করেন। এরা হলেন, সুলতানপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইমরান হোসেন (৩৮) ও মথুরাপুর গ্রামের মাহাবুর রহমানের ছেলে রুবেল হোসেন (৩০)।